ইত্যাদি সেল একটি বহুমুখী অনলাইন শপিং মল। বর্তমান ডিজিটাল বাংলাদেশে মানুষের জীবন যাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে অনলাইন। তাই অনলাইন সপ গুলো হয়ে উঠছে, মানুষের কেনাকাটার আস্থার স্থান। কিন্তু ইতোমধ্যেই দেখা যাচ্ছে বেশ কয়েকটি অনলাইন মার্কেট গ্রাহকের সরলতা আর আস্থাকে পুঁজি করে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। বিপরীতে ইত্যাদি সেল পরিবার ই-কমার্স জগতে হতে চায় প্রতিটি গ্রাহকের বিশ্বস্থ সঙ্গী। বিশ্বস্থতা আর সততার মাধ্যমে গড়ে তুলতে চায় ক্রেতা বিক্রেতার মেল বন্ধন। “তাই প্রতারণার এই যুগে ভরসা রাখুন ইত্যাদি সেল এ“ সাথে থাকুন পাশে থাকুন, সেবা নিন উপকৃত হোন।
যে সকল পণ্য পাবেনঃ ১।ইসলামী প্রকাশনীর পাশাপাশি সাধারন প্রকাশনীর বই।
২।নারীদের থ্রি-পিছ, পুরুষদের পাঞ্জাবি, টি-শার্ট এছাড়াও আর্কষনীয় অনেক পোশাক।
৩। প্যাকেজাত/বোতলজাত স্বাস্থ্যকর খাবার।